রবিবার, ০১ নভেম্বর, ২০১৫, ০৩:১৮:৫৮

‌‘ ২০১৮ থেকে প্রাথমিকে আর সমাপনী পরীক্ষা থাকছে না’

 ‌‘ ২০১৮ থেকে প্রাথমিকে আর সমাপনী পরীক্ষা থাকছে না’

ঢাকা : ২০১৮ সাল থেকে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত হচ্ছে। তা হবে সম্পূর্ণ অবৈতনিক। তাই ওই বছর থেকে আর পঞ্চম শ্রেণীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে এ বিষয়ে পরে জানানো হবে বলে জানান তিনি। রোববার থেকে শুরু হওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী বলেন, পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে। জেএসসি ও জেডিসি পরীক্ষায় এবার অংশ নিচ্ছে প্রায় ২৩ লাখ ২৬ হাজার শিক্ষার্থী। গত কয়েক বছর ছাত্রের সংখ্যা বেশি থাকলেও এবার ছাত্রীর সংখ্যা বেশি। এবছর ছাত্রীর সংখ্যা ছেলেদের চেয়ে ১ লাখ ৬০ হাজার বেশি। এবারো প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশি থাকছে। তারা শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর সহায়তায় পরীক্ষা দিতে পারছে। জেএসসি ও জেডিসি পরীক্ষায় বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্নপত্রের দুটি অংশ মিলে ৩৩ পেলেই পাস বলে গণ্য হবে। ১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে