রবিবার, ০১ নভেম্বর, ২০১৫, ০৪:৫০:২১

দেশের মধ্যে শুভবুদ্ধির উদয় হলে সমস্যা থাকবে না : দীপনের বাবা

দেশের মধ্যে শুভবুদ্ধির উদয় হলে সমস্যা থাকবে না : দীপনের বাবা

ঢাকা : জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে দীপনের লাশের ময়নাতদন্তের পর দুপুর পৌনে ১২টায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট লেখক আবুল কাসেম ফজলুল হক, দীপনের শ্বশুর ডা. মো. জালালুর রহমান এবং ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘গতকালও বলেছি, আজও বলছি- আমি ছেলে হত্যার বিচার চাই না। একথা আমি ক্ষোভ থেকে বলিনি। সুস্থ বিচার-বিবেচনা থেকেই বলেছি। দেশের মধ্যে শুভবুদ্ধির উদয় হলে এ ধরনের সমস্যা আর থাকবে না। তিনি বলেন, তবে আদর্শগত ও রাজনৈতিকভাবে এ সমস্যার সমাধান করতে হবে। এরপর আইনগতভাবে। তা না হলে এ সমস্যার সমাধান কখনো হবে না। আমি আইন মেনে চলি। নিয়মানুযায়ী মামলা করব। এ হত্যার দায় স্বীকার করেছে আল-কায়দার দক্ষিণ এশীয় শাখা আনসার আল-ইসলাম। তবে এর আগে একই ধরনের কয়েকটি হত্যার দায় ইসলামপন্থী জঙ্গিরা স্বীকার করলেও অস্বীকতি জানিয়েছে সরকার। ১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে