রবিবার, ০১ নভেম্বর, ২০১৫, ০৫:৪০:১৫

সুর পাল্টালেন সিইসি!

সুর পাল্টালেন সিইসি!

নিউজ ডেস্ক : সুর পাল্টালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ। দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের অধ্যাদেশ শিগগিরই জারি না হলে বিদ্যমান আইন অনুযায়ীই নির্দলীয়ভাবেই নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনি। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সিইসি বলেন, স্বল্প নোটিসে ভোট আয়োজনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হয়। জেনেছি সরকার অধ্যাদেশ করবে, সেজন্য বিধিমালা-সংক্রান্ত কিছু কাজ এগিয়ে রেখেছি। কিন্তু দলীয়ভাবে স্থানীয় নির্বাচন করতে হলে কয়েকদিনের মধ্যেই অধ্যাদেশ জারি করতে হবে। তাতে বিলম্ব হলে বিদ্যমান আইন মেনেই নির্দলীয়ভাবে ভোট হবে। তিনি বলেন, কয়েকদিনের মধ্যে অধ্যাদেশ জারি হলে আমাদের অসুবিধা হবে না। ডিসেম্বরের মধ্যে কিছু পৌরসভার নির্বাচন করার বাধ্যবাধকতা থাকায় পেছানোর কোনো সুযোগ নেই। পৌরসভায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। হাতে সময় রেখে তফসিল ঘোষণা করতে হবে। আর অধ্যাদেশ জারি না হলে বিদ্যমান আইনেই ভোট হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার, ইসি সচিব, নির্বাচন কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলররা। ১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে