রবিবার, ০১ নভেম্বর, ২০১৫, ০৫:৫৪:০৩

ফোন নম্বর জানিয়ে দিলেন মন্ত্রী

 ফোন নম্বর জানিয়ে দিলেন মন্ত্রী

ঢাকা : মিটারের চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে সিএনজি অটোরিকশার লাইসেন্স বাতিল করা হবে। একইসঙ্গে কেউ বেশি ভাড়া চাইলে অভিযোগ জানাতে বিআরটিএ’র চারটি টেলিফোন নম্বরও জানিয়ে দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউ’র রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে বিআরটিএ পরিচালিত চলমান মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সিএনজি অটোরিকশার মিটার চেক করতে এরই মধ্যে চালক, মালিক, বিআরটিএ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে। এ টিম কাজ শুরু করেছে। এছাড়া রাস্তায় থাকবে বিআরটিএ'র ভ্রাম্যমাণ আদালত। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে বিআরটিএ’র চারটি নম্বরও উল্লেখ করেন। নম্বরগুলো হলো- ৯১১৩১৩৩, ৫৮১৫৪৭০১, ৯১১৫৫৪৪, ৯০০৭৫৭৪। এসব নম্বরে ফোন করে যে কেউ অভিযোগ জানাতে পারবেন বলে জানান মন্ত্রী। এদিকে ছয়টি স্পটে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি ঢাকা জেলা প্রশাসন পরিচালনা করছে আরো তিনটি ভ্রাম্যমাণ আদালত। চালক, মালিক, বিআরটিএ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে মনিটরিং টিমও কাজ করছে। মিটার ছাড়া প্রাইভেট সিএনজির বিষয়ে মন্ত্রী বলেন, গত কয়েকদিনে এক থেকে দেড়শ’ প্রাইভেট সিএনজিচালিত অটোরিকশাকে বেশি ভাড়া আদায়ের অভিযোগে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। বিআরটিএ সূত্র জানায়, নতুন ভাড়ায় প্রথম দুই কিলোমিটার ৪০ টাকা। পরবর্তী প্রতিকিলোমিটার ১২ টাকা ও ওয়েটিং চার্জ (যানজট বা অন্য কোনো কারণে থামলে) মিনিটপ্রতি দুই টাকা। এর আগে প্রথম দুই কিলোমিটারের ভাড়া ছিল ২৫ টাকা, পরবর্তী প্রতিকিলোমিটার ৭ টাকা ৬৪ পয়সা ও ওয়েটিং চার্জ এক টাকা ৪০ পয়সা। অটোরিকশা মালিকদের দৈনিক জমা ৬০০ টাকার পরিবর্তে ৯০০ টাকা করা হয়েছে বলে জানায় সূত্রটি। ১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে