রবিবার, ০১ নভেম্বর, ২০১৫, ০৮:১৬:৪০

প্রাইজবন্ডের ‘ড্র’, প্রথম পুরস্কার ০৬৪৭৬০০ নম্বর

 প্রাইজবন্ডের ‘ড্র’, প্রথম পুরস্কার ০৬৪৭৬০০ নম্বর

নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রাইজবন্ডের ১০০ টাকা মূল্যমানের ৮১তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। রোববার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহা. আনিছুর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। এবার সব সিরিজের ০৬৪৭৬০০ নম্বর প্রথম এবং ০৪৭৩৯৪৫ নম্বর দ্বিতীয় পুরস্কার জিতেছে। প্রত্যেক সিরিজের একই নম্বরে প্রাইজবন্ডের ড্র পরিচালত হয়। ১০০ টাকা মূল্যমানের মোট ৪২টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে। উল্লেখ্য, প্রতি তিন মাস অন্তর প্রতি মাসের শেষ কর্মদিবসে প্রাইজবন্ডের ড্র হয়ে থাকে। তবে কোনো মাসের শেষ তারিখ সাপ্তাহিক বা অন্য কোন ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী ১ নভেম্বর অক্টোবর মাসের ড্র হয়েছে। ১৯৯৯ সালের জুলাই থেকে পুরস্কারের অর্থের ওপর ২০ শতাংশ হারে উৎসে আয়কর কাটার বিধান রয়েছে। প্রথম পুরস্কার বিজয়ী প্রত্যেকে ৬ লাখ ও দ্বিতীয় পুরস্কার বিজয়ী ৩ লাখ ২৫ হাজার টাকা করে পাবেন। তৃতীয় পুরস্কার বিজয়ী এক লাখ, চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার এবং পঞ্চম পুরস্কার বিজয়ীরা ১০ হাজার টাকা করে পাবেন। এবারের ড্রতে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত বন্ডসমূহ থেকে ৪২টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রাইজবন্ডের প্রথম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড প্রথম পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়। একইভাবে অন্য পুরস্কারগুলোও দেয়া হয়ে থাকে। এবারের তৃতীয় পুরস্কার বিজয়ী নম্বর দু’টি হলো- ০১৯৩২৮২ ও ০৫৫৬৫০৯, চতুর্থ পুরস্কার বিজয়ী নম্বর ০১২৮৮৬৫ ও ০২৪৪১৬১ এবং পঞ্চম পুরস্কার বিজয়ী প্রতিটি সিরিজের ৪০টি নম্বর হলো- ০০০৮১৩৮, ০১৭৭৯২৯, ০৪৮৭৯৬৮, ০৫৯৭৫৩৫, ০৮১৮১৭২, ০০০৮৫৯৩, ০২১৭৪৪৩, ০৫২৯২৫০, ০৬২১৬৮৮, ০৮৪২০৬১, ০০৪০৫৫৯, ০২৫৬৭২৬, ০৫৪০০৪৮, ০৬৯৮২৪২, ০৮৬২৭৪৭, ০০৪১৫৪৩, ০২৯৬৫৩৮, ০৫৫৭৯৫১, ০৭০৮৯৬৩, ০৮৮১৬৭২, ০০৫৬৮০৪, ০৩২২৯৮০, ০৫৬১০২৭, ০৭৩৫০৮০, ০৮৯৩৮৬৩, ০০৬২৫৮৬, ০৩৯৪৫৬৫, ০৫৭৪৪৬৯, ০৭৪০৯১৯, ০৯০৯৭৭৯, ০০৭৮৩৩৯, ০৪১৯৬৫৭, ০৫৮৩৬৯৬, ০৭৫১৮৮২, ০৯৫৭৭০৮, ০০৯২৪৮৭, ০৪৩২৬৬৭, ০৫৯৫৩৪৯, ০৮১০৩৯৩ ও ০৯৯৬৫৬৮। ১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে