রবিবার, ০১ নভেম্বর, ২০১৫, ০৯:২২:৪১

পূজায় যা করলে মুসলমান থাকে না : আল্লামা শফী

পূজায় যা করলে মুসলমান থাকে না : আল্লামা শফী

চট্টগ্রাম : ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এমন উক্তির বিরোধিতা করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী। তিনি বলেছেন, ভিন্ন ধর্মালম্বীদের প্রার্থনা বা ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানের শরীক হওয়াকে সমর্থন ও উৎসাহিত করে দেয়া বক্তব্য সম্পূর্ণ ইসলামবিরোধী। রোববার বাংলাদেশ হেফাজতে ইসলামের প্রেস সচিব মুনীর আহমদ স্বাক্ষরিত গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। বিবৃতিতে আল্লামা শফী বলেন, সাম্প্রতিক সময়ে সরকারের দায়িত্বশীল পর্যায়সহ একটি মহল থেকে ‌‌ধর্ম যার যার, উৎসব সবার' বলে যে আওয়াজ তোলা হচ্ছে তা কুফরী। এমন স্রোগান মুসলমানদের ঈমানী চেতনাবোধ ধ্বংস করার নানামুখি ষড়যন্ত্রেরই একটা অংশ। তিনি বলেন, ঈদ বা পূজা জাতীয় বা সামাজিক কোনো রীতি বা অনুষ্ঠান নয়, এটা একান্তই ধর্মীয় অনুষ্ঠান। তাই ধর্মীয় যেকোনো আয়োজন-অনুষ্ঠানে স্ব-স্ব ধর্মাবলম্বীদের স্বাতন্ত্রবোধ থাকতে হবে। আল্লামা শফী বলেন, একটি বিষয় মুসলমানদের জেনে রাখা জরুরি যে, অমুসলিমদের প্রতি ইনসাফভিত্তিক নাগরিক আচরণ ও সম্প্রীতিপূর্ণ মনোভাব রাখা ইসলামের শিক্ষা। অমুসলিমদের সব ধরনের সামাজিক ও মানবিক সহযোগিতা করা যাবে। এতে ইসলাম কোনোরূপ বাধা দেয় না। কিন্তু তাদের ধর্মীয় উপাসনা, পূজা বা আরাধনায় কোনোরূপ অংশ নেয়া মুসলমানের জন্য হারাম। তিনি বলেন, নিজে পূজা করা যাবে না, প্রতিমা তৈরিতে ব্যক্তিগত অর্থ সাহায্য করা যাবে না, যেকোনো ধরনের উপাসনায় দৈহিক, মানসিক, আর্থিক কোনো ধরনের সহায়তা দেয়া যাবে না। যদি কোনো মুসলমান ব্যক্তিগত পর্যায়ে অমুসলিমদের পূজা অর্চনায় শরীক হয়, পূজা অনুষ্ঠান উপভোগ করে, দেবীর কাছে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে, দেবীর গুণকীর্তন করে তাহলে কোনোভাবেই সে আর মুসলমান থাকে না। ১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে