রবিবার, ০১ নভেম্বর, ২০১৫, ১০:০৮:৪১

‘যখন গণতন্ত্র থাকে না, তখন ধর্মান্ধরা সুযোগ নেয়’

 ‘যখন গণতন্ত্র থাকে না, তখন ধর্মান্ধরা সুযোগ নেয়’

ঢাকা : প্রকাশক ফয়সল আরেফীন দীপন হত্যাকাণ্ড নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, যখন গণতন্ত্র থাকে না, মত প্রকাশের স্বাধীনতা থাকে না তখন ধর্মান্ধরা সুযোগ নেয়। তদন্ত শুরুর আগে কারো ওপর দোষ না চাপানোর জন্য সরকারের কর্তা ব্যক্তিদের প্রতি আহ্বানও জানান বিএনপির এই নেতা। একইসঙ্গে ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি করেন তিনি। রোববার সন্ধ্যায় পরিবাগে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। এর আগে বিএনপির পক্ষ থেকে ফয়সলের বাবা আবুল কাশেম ফজলুল হকের পরিবাগের বাসায় গিয়ে তার প্রতি সমবেদনা জানান মেজর হাফিজ। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ‘সর্বদলীয় বৈঠক’ ডাকার আহ্বান জানিয়ে হাফিজ বলেন, মত প্রকাশের স্বাধীনতা থাকলে এ ধরনের ঘটনা অনেক কমে যেত। এ ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করা এবং প্রভাবমুক্তভাবে কাজ করার পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি। সেইসঙ্গে সরকারকে পরিবেশ উন্নয়নে কাজ করার পরামর্শ দেন তিনি। ফয়সাল হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে হাফিজ বলেন, সরকার এ হত্যার দায় এড়াতে পারে না। দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসীদের না খুঁজে গণতন্ত্রকামীদের খুঁজে বেড়াচ্ছে। যে কারণে অপরাধীরা একের পর এক পার পেয়ে যাচ্ছে। এ সময় তিনি দীপন হত্যাসহ দেশের সব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে সব হত্যার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারেরও দাবি জানান। প্রসঙ্গত, গতকাল শনিবার রাজধানীর শাহবাগ আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটে প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়ে প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে। ১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে