বুধবার, ১৬ আগস্ট, ২০১৭, ০২:২০:২৭

সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া

সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক: বন্যার্তদের সাহায্যে বিএনপির নেতাকর্মীসহ দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় সাবেক প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

সরকারকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে খালেদা জিয়া বলেন, বন্যার্তদের সাহায্যের জন্য দুর্নীতিবাজ সরকারের করুণার আশায় আমরা বসে থাকতে পারি না, আসুন বিএনপির নেতাকর্মীরাসহ সবাই এখনই এগিয়ে আসি।

সম্প্রতি এক বিবৃতিতে বিএনপি প্রধান বলেছিলেন, বন্যা মোকাবেলায় সরকারের লিপ সার্ভিস ছাড়া বাস্তবে কোনো সার্ভিস নেই।

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে