সোমবার, ০২ নভেম্বর, ২০১৫, ০২:০১:৪৫

সর্বদলীয় বৈঠকের আহ্বান বিএনপির

সর্বদলীয় বৈঠকের আহ্বান বিএনপির

নিউজ ডেস্ক : প্রকাশক ফয়সল আরেফিন দীপনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে হত্যাকাণ্ডের তদন্ত শুরুর আগে কারও ওপর দোষ না চাপানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। রোববার সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে ফয়সলের বাবা আবুল কাশেম ফজলুল হকের পরীবাগের বাসায় গিয়ে তার প্রতি সমবেদনা জানান হাফিজ। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির সহদফতর সম্পাদক শামীমুর রহমান শামীম ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়ে হাফিজ বলেন, যখন গণতন্ত্র থাকে না, তখন ধর্মান্ধরা এ পরিস্থিতির সুযোগ নেয়। গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা থাকলে এ ধরনের ঘটনা অনেক কমে যেত। এ ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করা এবং প্রভাবমুক্তভাবে কাজ করার পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে সরকারকে পরিবেশ উন্নয়নের জন্য কাজ করারও পরামর্শ দেন তিনি। হাফিজ বলেন, সরকার এ হত্যার দায় এড়াতে পারে না। দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসীদের না খুঁজে গণতন্ত্রকামীদের খুঁজে বেড়াচ্ছে। সে কারণে অপরাধীরা একের পর এক পার পেয়ে যাচ্ছে। হানিফের বক্তব্যের নিন্দা জামায়াতের : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ গত ৩১ অক্টোবর কুষ্টিয়ায় আওয়ামী লীগের এক সমাবেশে প্রকাশক ও ব্লগারদের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরকে দায়ী করে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত। রোববার এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আজাদ বলেন, মাহবুবউল আলম হানিফের বক্তব্য ভিত্তিহীন, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ওই সব ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই। কোনো অঘটন ঘটলেই সে ব্যাপারে জামায়াত ও ছাত্রশিবিরকে দায়ী করে মিথ্যা বক্তব্য প্রদান করে তারা দেশের জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়। তাদের মিথ্যাচার হিটলারের তথ্যসচিব গোয়েবলসকেও হার মানায়। বারবার মিথ্যা বক্তব্য দেয়ার কারণে দেশবাসী এখন আর তাদের কথা বিশ্বাস করে না। -যুগান্তর ২ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে