নিউজ ডেস্ক : বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়ায় আশঙ্কায় রয়েছে বন্যা কবলিত মানুষ। নতুন করে প্লাবিত হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান।
এসব বন্যা কবলিত মানুষের জন্য সম্ভব হলে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার দেশবাসীর কাছে অনুরোধ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: সম্ভব হলে এবার কোরবানি ঈদ এবং কোরবানির উদ্দেশ্যে গরু বা খাসি কেনা নিয়ে একটু ভাববেন। উত্তরের যে এলাকাগুলোতে বন্যা হচ্ছে সেই এলাকাগুলোতে প্রচুর কোরবানি উপযোগী গবাদি পশুও আছে।
যারা বিশেষ করে একাধীক কোরবানি দেন, তারা উত্তরের বন্যাকবলিত এলাকা থেকে পশুগুলো ক্রয় করতে পারেন এবং সেইসব স্থানেই কোরবানি করতে পারেন।
হঠাৎ বন্যার কবলে পড়া মানুষেরা অনেক উপকৃত হবেন। আমিও তাই করব ইনশাআল্লাহ।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস