সোমবার, ০২ নভেম্বর, ২০১৫, ০৮:৩৫:৪৬

দীপন হত্যার প্রতিবাদে যত কর্মসূচি

দীপন হত্যার প্রতিবাদে যত কর্মসূচি

ঢাকা : জাগৃতির প্রকাশ ফয়সাল আরেফিন দীপনকে হত্যা ও শুদ্ধস্বর প্রকাশনীর আহমেদুর রশীদ টুটুলকে হামলার প্রতিবাদে আজ সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশে বই বিক্রি বন্ধ থাকবে। এদিকে দীপন হত্যার প্রতিবাদে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত আজিজ সুপার মার্কেট বন্ধ ঘোষণা করেছেন ব্যবাসায়ীরা। রোববার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, দীপন হত্যার প্রতিবাদে সোমবার থেকে তিন দিন বাংলাবাজারে সংগঠনের প্রধান কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। সোমবার কালোব্যাজ ধারণ, মৌন মিছিল, হামলার বিচার চেয়ে ঢাকার জেলা প্রকাশকের কাছে স্মারকলিপি পেশ ও জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। অন্যদিকে ফয়সাল আরেফিন দীপনকে হত্যা ও ব্লগারদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে আধা বেলা হরতালের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। তিনি একইসঙ্গে সোমবার শোক দিবস পালনেরও ঘোষণা দেন। ২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে