সোমবার, ০২ নভেম্বর, ২০১৫, ১০:০৬:১৫

যেকোনো সময় হত্যার শিকার হতে পারি : তুরিন

যেকোনো সময় হত্যার শিকার হতে পারি : তুরিন

ঢাকা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেছেন, ‘আমি জানি- এখানে আমার জীবন ও কর্মের অনেক হুমকি রয়েছে।আমি যে কোনো সময় হত্যার শিকার হতে পারি। তবে আমি এটাও বিশ্বাস করি আমি যদি খুন হই, তবে আরো অনেক তুরিন আফরোজ এগিয়ে এসে আমার কর্ম সম্পন্ন করবেন।’ ‘কিন্তু আমার মেয়ের জন্য চিন্তা করি, তারা যদি আমার মেয়ের জন্য্ও ক্ষতিকর হয়ে দাঁড়ায়?’ তিনি বলেন, ‘কিশোরগঞ্জের হোসেন দারোগার মামলার ব্যাপারে গেল ১৭ অক্টোবর একটি ফোন পেয়েছিলাম। মঞ্জুরুল ইসলাম নামে এক ব্যক্তি আমাকে মামলাটি তুলে নেয়ার জন্য বলেছে। সে বলেছে আমি যদি তার কথা না মেনে চরি তবে তারা আমাকে এবং আমার মেয়েকে হত্যা করবে।’ পরে তিনি এ ব্যাপারে ঢাকার উত্তরা থানায় একটি মামলা সাধারণ ডায়েরি করেন। এ ব্যাপারে পুলিশ জিডি গ্রহণ করেছে এবং প্রাথমিক তদন্তে দেখা গেছে যে নাম্বার থেকে তুরিন আফরোজকে হুমকি দেয়া হয়েছে সেটি মালয়েশিয়ার একটি নাম্বার। ‘পুলিশ আমার অভিযোগ গ্রহণ করে বিষয়টি দেখার কথা বলেছেন। কিন্তু তারা আমাকে বিষয়টি অন্য কাউকে বলতে মানা করেছেন। কিন্তু তারা তো এই শহরে অবাধে চলাফেরা করছেন।আমি এমনকি তাদের ওই লোকটির দুটি স্থানীয় ফোন নম্বর দিয়েছি, আমার বিশ্বাস সে ঢাকা শহরের একটি শহরতলীতে বসবাস করে ও একটি কলেজের শিক্ষক। পুলিশ তাহলে কি করছেন?’ কিন্তু আমাকে মহানগর পুলিশের উত্তরা জোনের উপকমিশনার বিধান ত্রিপুরা বলেছেন, এটি দেশের বাইরের নাম্বার, ফলে এটি ট্রেক করার মতো তার কাছে প্রয়োজনীয় প্রযুক্তি নেই, তাই বিষয়টি তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে পাঠানো হয়েছে। (বাসস থেকে অনুবাদ) ২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে