সোমবার, ০২ নভেম্বর, ২০১৫, ১১:১০:২৩

রাজধানী-ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই যুবক

রাজধানী-ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই যুবক

নিউজ ডেস্ক : রাজধানী ও ঝিনাইদহে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছে। জানা যায়, রাজধানীর উত্তরখানে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রাজিব (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১২টার দিকে এই বন্দুকযুদ্ধ হয়। পুলিশের দাবি, নিহত রাজিব ডাকাত দলের সদস্য। ঝিনাইদহ: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বারবাজারের কড়াইতলা এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত (৩০) এক ব্যক্তি নিহত হয়েছেন। রাত দেড়টার দিকে এ বন্দুকযুদ্ধ হয়। র‌্যাবের দাবি, নিহত যুবক সন্ত্রাসী। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর সুরুজ মিয়া বলেন, রাতে র‌্যাবের একটি টহলদল ঝিনাইদহ-যশোর সড়কের জেলার কালীগঞ্জের কড়ইতলা এলাকায় একটি মোটর সাইকেলের গতিরোধ করে। এ সময় মোটরসাইকেলে থাকা তিন সন্ত্রাসী র্যাগবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র‌্যাবও পাল্টা গুলি চালালে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।কিছুক্ষণ পর দুইজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও অপর সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি বিভিন্ন সন্ত্রসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও দাবি করেছে র‌্যাব। ২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে