শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭, ০৭:৩২:০৩

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে লন্ডন হাসপাতালের আইসিইউতে আনিসুল

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে লন্ডন হাসপাতালের আইসিইউতে আনিসুল

ঢাকা: লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের ভেন্টিলেটর খুলে তাকে স্বাভাবিকভাবে জাগিয়ে তোলার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। আজ দিনের কোন এক সময় ওই চেষ্টা চালানো হবে।

মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানিয়েছেন জনপ্রিয় উপস্থাপক এবং নাগরিক টিভির চিফ অপারেটিং অফিসার ডা. আব্দুন নূর তুষার।

তার ফেসবুক পোস্ট থেকে জানা যায়, চিকিৎসকরা বৃহস্পতিবার দিনের যেকোন এক সময় মেয়র আনিসুল হকের ভেন্টিলেটর খুলে তাকে স্বাভাবিকভাবে জাগিয়ে তোলার চেষ্টা করবেন ।

মেয়রের পারিবারিক বন্ধু আব্দুন নূর তুষার আনিসুল হকের পরিবারের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা জানানোর দায়িত্ব পালন করছেন।

তার সম্পর্কে এভাবে বলতে আমার খুব কষ্ট হয়, কিন্তু সবাইকে অবহিত করার দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। সবাই প্রার্থনাতে তাকে রাখুন, বলে অনুরোধ জানান তুষার।

তিনি লিখেছেন, চিকিৎসকরা আজকে দিনের কোন এক সময় আনিস ভাইকে ভেন্টিলেটর থেকে খুলে স্বাভাবিকভাবে জাগিয়ে তুলতে চেষ্টা করবেন। এটি একটি জটিল প্রক্রিয়া, তার শরীর ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যেতে চিকিৎসকরা কাজ করবেন।

তুষার বলেন: চিকিৎসার অন্যান্য প্রক্রিয়া পাশাপাশি চলবে। আশা করা যায় তিনি জোরালোভাবে ওষুধে সাড়া দেবেন।

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবার লন্ডন যান আনিসুল হক। সেখানে চিকিৎসা চলার মধ্যেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

মেয়রের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান জানান, মেয়রের এই অসুস্থতার বিষয়টি বাংলাদেশে ধরা না পড়লেও তিনি প্রায় দুই মাস যাবত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে