শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭, ১০:১৪:৫৬

এক জঙ্গি মারলে, ১০ জঙ্গির জন্ম হবে : ভারতকে হুমকি হুরিয়তের

এক জঙ্গি মারলে, ১০ জঙ্গির জন্ম হবে : ভারতকে হুমকি হুরিয়তের

নিউজ ডেস্ক : কাশ্মীর নিয়ে এবার একপ্রকার জঙ্গিদের হয়েই সওয়াল করলেন হুরিয়ত নেতা মিরওয়াইজ ওমর ফারুক। কয়েক মাস পর শুক্রবার জুম্মার জমায়েতে ভাষণ দিতে গিয়ে একথা বলেন মিরওয়াইজ।

শুক্রবার মিরওয়াইজ বলেন, কাশ্মীরিরা কী চাইছে তা বিচার না করে কাশ্মীর সমস্যার সমাধান করা ‌যাবে না। একজন জঙ্গিকে মারলে আরও ১০ জঙ্গির জন্ম হবে।

শ্রীনগরের ওল্ড সিটির জামা মসজিদে কয়েক হাজার মানুষের জমায়েতে মিরওয়াইজ বলেন, কাশ্মীরে মানুষদের ওপরে অত্যাচার করলে সমস্যার সমাধান তো হবেই না, বরং তা পরিস্থিতি আরও খারাপ করে দেবে।

হুরিয়ত নেতা আরও বলেন, জঙ্গিদের মেরে ‌যে কাশ্মীর সমস্যার সমাধান হবে না তা একটু লক্ষ্য করলেই বোঝা ‌যায়। মৃত জঙ্গিদের শেষকৃত্যে সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করুন। শয়ে শয়ে মানুষ সেখানে জড়ো হচ্ছে। কাশ্মীর সমস্যা একটি মানবিক সমস্যা। মানবিকতার সঙ্গে বিচার করে এই সমস্যার সমাধান করতে হবে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে