নিউজ ডেস্ক : ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তার অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং এখনো তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে মেয়রের একান্ত সচিব মিজানুর রহমান নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার মেয়রের অবস্থা যেমন ছিল, বৃহস্পতিবারও তেমন আছে। এর মধ্যে আনিসুল হকের সুস্থতা কামনা করে বিবৃতি দিচ্ছেন তার পরিবারের সদস্যরা। গতকাল (বৃহস্পতিবার) বাবাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন মেয়রের ছেলে নাভিদুল হক।
ওই পোস্টে তিনি বলেন, ‘আমার বাবা মস্তিষ্কের বিরল রোগ সেরিব্রাল ভাসকিউলাইটিসে আক্রান্ত হয়েছে। দু’মাসের মতো অবসাদ, মাথাব্যথায় ভুগে ও রোগ নির্ণয়ে ঢাকার চিকিৎসকদের ব্যর্থতার পর এ রোগের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা পাওয়ার আশায় তাকে লন্ডনের বর্তমান হাসপাতালে ভর্তি করা হয়।’
‘বর্তমানে তার অবস্থা স্থিতিশীল থাকলেও, তিনি নাজুক পরিস্থিতিতে রয়েছেন। তবে তার চিকিৎসা চলছে এবং ইতোমধ্যে এই রোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি তার উপর প্রয়োগ করা হয়েছে।’ এটা সময়ের ব্যাপার এবং এর প্রভাব জানতে হলে অন্তত সপ্তাহখানেকের মতো অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি।
নাভিদুল হক তার পোস্টে বাবার অসুস্থতায় খোঁজ খবর নেওয়া ও প্রার্থনা জানানো অসংখ্য মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, ‘আমার বাবা একজন যোদ্ধা। মানুষকে বসবাসযোগ্য পরিচ্ছন্ন নগরী উপহার দিতে তিনি প্রতিনিয়ত সংগ্রামে লিপ্ত রয়েছেন। আর এই কাজের জন্য অতিরিক্ত পরিশ্রমই তার এই স্বাস্থ্যহানির সঙ্গে সরাসরি সম্পৃক্ত।’
আমি সবাইকে তার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাবো উল্লেখ করে নাভিদুল হক আরো বলেন, ‘আপনারা বাবার জন্য প্রার্থনা করুন, যাতে তিনি আবারো আপনাদের মাঝে ফিরে আসতে পারেন এবং শহর গড়ার যুদ্ধ চালিয়ে যেতে পারেন।
এমটিনিউজ/এসবি