সোমবার, ০২ নভেম্বর, ২০১৫, ১২:৪৩:৩৭

যা বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

যা বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

ঢাকা: বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে। তবে আমি আইনের শেষ দেখে ছাড়ব। নির্বাচন কমিশনের প্রতি পক্ষপাতের অভিযোগ এনে বলেন, নির্বাচন কমিশন রেফারির দায়িত্ব পালন করার কথা থাকলেও তারা পক্ষপতিত্ব করছেন। সোমবার সকালে ৩১ জানুয়ারি পর্যন্ত টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনের স্থগিতাদেশ দেয় আদালত। এছাড়া হাইকোর্টের জারি করা রুল বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চে নিষ্পত্তির আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন। আদালতে কাদের সিদ্দিকীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের কাদের সিদ্দিকী বলেন, ‘নির্বাচন কমিশন চেম্বার আদালতে গিয়ে যে আবেদনটি করেছেন, সেটি ঠিক হয়নি। তারা বাড়াবাড়ি করেছেন।’ এই কমিশনের অধীনে নির্বাচনে যাবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বঙ্গবীর বলেন, ‘আমি শেষ পর্যন্ত দেখব। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। পরে যাব কি যাব না সিদ্ধান্ত নেব।’ নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, আগামী ১০ নভেম্বর এ আসনে উপ-নির্বাচনের দিন ধার্য ছিল। তবে গত ২৭ অক্টোবর আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত উপ-নির্বাচন স্থগিত করেন। ২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে