নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুংলী নদীর ওপরের রেল সেতুর একাংশের প্রায় ৩০ ফুট এলাকা জুড়ে মাটি ধসে গিয়েছে। এতে উত্তরবঙ্গের সাথে ঢাকার সকল রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ করেই ব্রীজের পাশ থেকে মাটি সরে যায়। এতে উত্তরবঙ্গের সাথে ঢাকার সকল রেল যোগাযোগ বন্ধ যায়। অবৈধভাবে মাটি উত্তোলনের কারণেই ব্রীজের নীচ থেকে মাটি সরে গেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান রেল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন। রোববার সকালে পাকশী ও ঢাকা থেকে রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মীরা সেতু মেরামতের জন্য রওনা হয়েছেন বলে জানা গেছে।
আগামী দু'তিন মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন তারা। এদিকে রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে ট্রেন ।
'২০ আগস্ট ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর