জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে: অবশেষে ব্লাড ক্যান্সারের কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমালেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের (৪১তম ব্যাচ) ছাত্রী লাখি আক্তার (২৪)। আজ রবিবার দুপুরে ঢাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবন-সংলগ্ন মাঠে লাখির নামাজের জানাজা শেষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া গ্রামে তাকে দাফন করা হয়। লাখির বাবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ও বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস