সোমবার, ২১ আগস্ট, ২০১৭, ১১:২৮:৪৯

খালেদার লিভ-টু আপিল খারিজ, গ্যাটকো মামলা চলবে

খালেদার লিভ-টু আপিল খারিজ, গ্যাটকো মামলা চলবে

নিউজ ডেস্ক : গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা লিভ-টু আপিল খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে, খালেদা জিয়ার করা লিভ-টু আপিল খারিজ হওয়ায় নিম্ন আদালতে মামলাটি চলতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

এর আগে, গত বছরের ১০ মে মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ-টু আপিল করেন খালেদা জিয়া। সেই আপিলের ওপর শুনানি শেষে গতকাল রবিবার রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন আদালত।

প্রসঙ্গত, রাজধানীর কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ে গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানি লিমিটেডকে (গ্যাটকো) ঠিকাদার হিসেবে নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামি করে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুদদ। মামলায় রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা ক্ষতির অভিযোগ আনা হয়। পরের বছর খালেদা জিয়াসহ ২৪ জনের নামে চার্জশিট দেওয়া হয়।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে