মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০১৫, ১২:০২:২৪

দলীয় প্রতীকেই স্থানীয় নির্বাচন, অধ্যাদেশ জারি

দলীয় প্রতীকেই স্থানীয় নির্বাচন, অধ্যাদেশ জারি

নিউজ ডেস্ক : দলীয় প্রতীকেই অনুষ্ঠিত হবে স্থানীয় নির্বাচন। স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০১৫ (সংশোধন) এর অধ্যাদেশ জারি করা হয়েছে। সোমবার রাতে এ অধ্যাদেশটি জারি করা হয়। এ নিয়ে বিরোধী দলের আপত্তি থাকলেও তা হালে পানি পাচ্ছে না। আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনের আগে আইন সংশোধনের প্রম্তাব মন্ত্রিসভায় অনুমোদনের পর তা কার্যকরে অধ্যাদেশের অপেক্ষায় ছিল নির্বাচন কমিশন। এ নিয়ে নির্বাচন কমিশনার রাকিব উদ্দিন আহমেদ গতকাল সাংবাদিকদের কাছে ব্রিফও করেছেন। অধ্যাদেশের মাধ্যমে আইন সংশোধনের ফলে এখন পৌরসভা নির্বাচনেও একটি দলের একজন প্রার্থীেই থাকবেন। নৌকা, ধানের শীষ ও লাঙলের মতো প্রতীকগুলো ব্যবহার হবে এ নির্বাচনে। দলের সমর্থনের বাইরে কেউ প্রার্থী হতে চাইলে তাকে স্বতন্ত্র প্রার্থী হতে হবে। তবে স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে করার বিপক্ষে অবস্থান নেয় বিএনপি। কয়েকটি নাগরিক সংগঠনও আপত্তি জানিয়ে আসছে। তারা বলছে, এটা হলে নির্দলীয় প্রার্থীরা ভোটে আসতে উৎসাহ হারাবে। কারণ স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর (সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) নির্বাচন দলীয় প্রতীকে করতে গত ১২ অক্টোবর মন্ত্রিসভায় প্রতিটি আইন সংশোধনের আলাদা প্রস্তাব অনুমোদন করে। পৌরসভা নির্বাচন ঘনিয়ে আসায় অধ্যাদেশের মাধ্যমে সংশোধিত আইনটি কার্যকর করা হচ্ছে। পরে অন্য আইনগুলোর সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন (পৌরসভা) আইন-২০১৫ (সংশোধন) সংসদে পাস করা হবে। ২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে