মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০১৫, ০১:০৩:১৬

দলীয় প্রতীকেই পৌরসভা নির্বাচন

দলীয় প্রতীকেই পৌরসভা নির্বাচন

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইন অধ্যাদেশ আকারে জারি করছে সরকার। সোমবার রাতে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। রাতে অধ্যাদেশ জারির বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, ডিসেম্বরে পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারিত থাকায় সংশোধিত স্থানীয় সরকার আইনটি পৌরসভার নির্বাচনের ক্ষেত্রে অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। পরে এটি সংসদে আইন আকারে পাস করানো হবে। গত ১২ অক্টোবর দলীয়ভাবে নির্বাচনের বিধান রেখে মন্ত্রিসভা পাঁচটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয়। আইনগুলো হচ্ছে- স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন, ২০১৫; উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৫; জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৫; স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইন, ২০১৫ এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০১৫। তবে সময় স্বল্পতার কারণে আইনের বদলে অধ্যাদেশ করে পৌরসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল সরকার। স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইন অনুযায়ী, নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন। দলীয় প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে পারবেন। -বিডি প্রতিদিন ৩ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে