মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০১৫, ১২:২২:৫৩

পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ সাকার স্ত্রীর

পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ সাকার স্ত্রীর

ঢাকা : এবার সংবিধানের পঞ্চদশ সংশোধনীসহ চারটি বিষয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট আবেদন দায়ের করেছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী। সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন তিনি। তার এই আবেদনের দিনই আপিল বিভাগে সালাউদ্দিন কাদেরের রিভিউ আবেদনের শুনানির দিন ঠিক হয়। ওই শুনানি ১৭ই নভেম্বর হবে। রিভিউ খারিজ হলে এই যুদ্ধাপরাধীদের ফাঁসি এড়াতে শুধু প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়ার সুযোগই কেবল থাকছে।ফারহাত কাদের চৌধুরী সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা ব্যক্তি ও ব্যক্তি বিশেষের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের সুযোগসহ চার বিষয়ে চ্যালেঞ্জ করেছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম । ৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে