মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০১৫, ০৩:২৩:০৩

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের আহ্বান ঢাবি শিক্ষকদের

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের আহ্বান ঢাবি শিক্ষকদের

ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক আয়েজিত এক মানববন্ধনে শিক্ষকরা এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আ জ ম শফিউল আলম ভূঁইয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল আজিজ, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজমা শাহীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন প্রমুখ। অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন এটা এক ধরনের বিচ্ছিন্ন ঘটনা। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি এখানে ব্যর্থ হয়েছেন। আপনি কাউকে আটক করতে পারেননি। আপনার উচিত হবে বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা রেখে, প্রগতিশীল মানুষের প্রতি শ্রদ্ধা রেখে, মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা রেখে স্বেচ্ছায় চলে যাওয়া। নতুবা আমরা কিন্তু আপনার পদত্যাগ দাবি করব। আপনি যদি ব্যর্থ হয়ে যান, তবে আপনি এদেশের মেহনতি মানুষকে ব্যর্থ করতে পারেন না। মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যর্থ করতে পারেন না।’ তিনি আরো বলেন, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হটকারি বক্তব্য দিয়েছে। তারা কোনো সময়ই বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পক্ষে ছিল না। তাদের সমস্ত কার্যক্রম বাংলাদেশ থেকে বন্ধ করা হোক। এ বক্তব্যের কারণে বাংলাদেশে তাদের যেসব প্রতিনিধি আছে তাদের আইনের আওতায় আনা হোক।’ অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আপনি বলেছেন কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে আপনি জানেন। তাহলে তাদের গ্রেপ্তার করছেন না কেন। আপনার এ ধরনের বক্তব্য হত্যাকারীদের উৎসাহিত করছে। মুক্তিযুদ্ধের চেতনা কখনো পরাজিত হয়নি, এই অপরাজেয় বাংলা কখনো পরাজিত হয় না। কিন্তু যদি আপনি (স্বরাষ্ট্রমন্ত্রী) পরাজিত বা ব্যর্থ হন তাহলে আপনার উচিত হবে পদত্যাগ করা।’ তিনি আরো বলেন, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আইএস রাষ্ট্রের ধারক বাহক। ১৯৭১ সালে এদেশের মুক্তিকামী মানুষের কথা বলেনি। আজ যারা এদেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলছে তারা।’ অধ্যাপক ড. আ জ ম শফিউল আলম ভূঁইয়া বলেন, ‘সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এমন কথা বলছেন, তাতে হত্যাকারীরা আরো উৎসাহিত হচ্ছে। আবুল কাশেম ফজলুল হক স্যারের যে বক্তব্যটি নিয়ে আপনারা মন্তব্য করছেন আমি বলব স্যারের দুটো বক্তব্য ছিল। একটি হচ্ছে বিচার চাই না আর অন্যটি শুভ বুদ্ধির উদয় হোক। স্যার বিচার চান না কিন্তু আমরা চাই। আর যতদিন না আমাদের সমাজের লোকদের শুভ বুদ্ধির উদয় না হবে ততদিন পর্যন্ত এ সমস্ত হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বন্ধ করা সম্ভব নয়।’ পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজমা শাহীন বলেন, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আজ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু আমি বলতে চাই যখন ৭১ সালে এ দেশের সাধারণ মানুষকে নির্মমভাবে পাকিস্তানি বাহিনী হত্যা করেছে তখন আপনারা কোথায় ছিলেন। তাই সরকারের কাছে দাবি জানাব অবিলম্বে এদের সকল কার্যক্রম বাংলাদেশে বন্ধ করা হোক।’ ৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে