মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০১৫, ০৫:৪৩:৫৫

লুটেরা সরকারকে আর বিশ্বাস করা যায় না : সেলিম

লুটেরা সরকারকে আর বিশ্বাস করা যায় না : সেলিম

ঢাকা : এই লুটেরা সরকারকে আর বিশ্বাস করা যায় না বলে মন্তব্য করেছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেছেন, দেশের ১৬ কোটি মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশে মৌলবাদ সাম্রাজ্য গড়ে তোলার পাঁয়তারা চলছে। যার ফলে লেখক, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের ওপর হামলা হচ্ছে। সরকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে বিত্তবানদের নিরাপত্তা দিতেই ব্যস্ত রয়েছে বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রের সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সাম্রাজ্যবাদী সরকারের বিরুদ্ধে সামনে আরো কঠোর কর্মসূচি দেবে সিপিবি। স্বাধীনতা যুদ্ধের সময় বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। কিন্তু স্বাধীন রাষ্ট্রে এভাবে গুপ্তহত্যা মেনে নেয়া যায় না। তিনি বলেন, সরকারের মধ্যে স্বাধীনতাবিরোধীরা ঢুকে পড়েছে। এ কারণেই কোনো হত্যার বিচার হচ্ছে না। ৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে