শনিবার, ০২ সেপ্টেম্বর, ২০১৭, ১০:৫৪:০৪

বাংলাদেশের বন্যার্তদের পাশে ফেসবুক

বাংলাদেশের বন্যার্তদের পাশে ফেসবুক

নিউজ ডেস্ক : দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, ভারত ও নেপালের বন্যায় আক্রান্তদের পুনর্বাসনে ১০ মিলিয়ন ডলার  সহযোগিতার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

গুগলের পর এবার বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এলো  বিশ্বের জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম।

শুধু তাই নয় একই সঙ্গে আন্তর্জাতিক এনজিও সেভ দ্য চিলড্রেনের সঙ্গে যৌথভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য তহবিল করছে ফেসবুক।

স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য ও ত্রাণ সংস্থার মাধ্যমে এই তহবিল বন্যায় আক্রান্ত মানুষের কাছে পৌঁছে দেয়া হবে।

ফেসবুক এক পোস্টে জানিয়েছে, সেভ দ্য চিলড্রেনের ত্রাণ কার্যক্রমে অংশীদার হয়েছে ফেসবুক। ফেসবুকে এ লক্ষ্যে প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে। এ অর্থ সেভ দ্য চিলড্রেনের কাছে পৌঁছে দেয়া হবে।

পোস্টটিতে আরো বলা হয়েছে, সেভ দ্য চিলড্রেন বন্যায় আক্রান্ত দেশগুলোতে আশ্রয়, খাবার, পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছে। ক্ষতিগ্রস্তদের দীর্ঘমেয়াদী সহযোগিতাও দিচ্ছে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে