মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০১৫, ০৮:৩১:৩৯

‘মির্জা ফখরুলকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার’

  ‘মির্জা ফখরুলকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার’

নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। একইসঙ্গে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। এসময় তিনি বলেন, মির্জা ফখরুলকে তার স্বাস্থ্যের কথা বিবেচনা করে জামিন দেয়া উচিত ছিল কিন্তু সরকার তা করেনি। বিএনপির মুখপাত্র বলেন, কারাগারে থাকা মির্জা ফখরুলের চিকিৎসার অভাবে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে তার দায় সরকারকেই নিতে হবে। এদিকে গাড়ি ভাঙচুর ও হত্যার অভিযোগে রামপুরা থানার একটি মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সাদেক হোসেন খোকাসহ ৩৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মঙ্গলবার অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন। গয়েশ্বর চন্দ্র রায়সহ ২১ জনের ব্যাপারে তাদের আইনজীবী কোনো পদক্ষেপ না নেয়ায় এবং সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ ১৪ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আসামিদের গ্রেফতার-সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২৭ জানুয়ারি ধার্য করেছে আদালত। ৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে