সোমবার, ০৪ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:০১:১৪

ইলিশের ভেতর লোহা ঢুকিয়ে ওজনে জালিয়াতি!

ইলিশের ভেতর লোহা ঢুকিয়ে ওজনে জালিয়াতি!

নিউজ ডেস্ক : বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ স্বাদে সুস্বাদু হলেও অনেকের জন্যই দামে আকাশ ছোঁয়া। কখনো হালি দরে, কখনোবা ওজন দরে বিক্রি হয় এই মাছ। ওজন বৃদ্ধি করতে ইলিশ মাছের ভেতরে লোহা ঢুকিয়ে এক নতুন কৌশলের অবতারণা ঘটেছে বরগুনা জেলার একটি শহরে।

গত ৩ সেপ্টেম্বর ২০১৭ রোববার বরগুনা নিবাসী নাজমুল আহসান সোহেল নামক একজন ব্যক্তি কেজি দরে দুটি ইলিশ মাছ কেনেন। বরগুনার ঐ বাজারে ইলিশ মাছ বিক্রি হচ্ছিল ১১০০ টাকা প্রতি কেজি মূল্যে। নাজমুল আহসানের কেনা উক্ত মাছের ওজন ছিল দুই কেজি দুইশ গ্রাম। কিন্তু মাছ কাটার পর দেখা গেল মাছের মাথার ভেতর বেশ বড়সর আকারের একটি ধাতব টুকরা! বিষয়টিকে ছবি সমেত ফেসবুকে প্রকাশ করছেন ইলিশ ক্রেতা নাজমুল আহসান সোহেল।

তিনি লিখেছেন: বরগুনা মাছ বাজারে নতুন কৌশলে প্রতারণা। গত কাল ০৩|০৯|১৭ তারিখ বরগুনা মাছের বাজার থেকে দুটি ইলিশ মাছ কিনি যার ওজন ছিল দুই কেজি দুইশ গ্রাম। ১১০০ টাকা কেজি। মাছ দুটি কাটতে গেলে দেখা যায় মাথার মধ্যে বড় আকারের লোহার টুকরা ঢুকানো। এভাবে মাছ ব্যবসায়ীরা নতুন কৌশলে প্রতারণা করছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে