বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:২৪:২৭

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাচ্ছেন তুরস্কের ফার্স্টলেডি

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাচ্ছেন তুরস্কের ফার্স্টলেডি

নিউজ ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে বুধবার বাংলাদেশে আসার কথা ছিল তুরস্কের ফার্স্টলেডির। তুরস্কের ডেপুটি প্রধানমন্ত্রী হাকান কাভুসগলু বুধবার স্থানীয় টিভি চ্যানেল এটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।

তিনি বলেন, মিসেস এমিনি এরদোগান বুধবার বাংলাদেশে যাবেন। সেখানে তিনি আরাকান অথবা রাখাইন রাজ্যে চলমান নির্যাতন থেকে পালিয়ে যাওয়া আমাদের মুসলিম ভাইদের সঙ্গে দেখা করবেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার পৌঁছানোর খবর নিশ্চিত করা যায়নি।

কাভুসগলু আরো বলেন, অঞ্চলটিতে চলমান নিপীড়ন থেকে বাঁচতে আমাদের অনেক মুসলিম ভাইরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তিনি জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান রোহিঙ্গা ইস্যুর একটি সমাধান খুঁজে বের করতে বিভিন্ন মুসলিম দেশের সঙ্গে আলোচনা করছেন।

খবরে বলা হয়, মিয়ানমার সরকার মঙ্গলবার তুর্কিশ কো-অপারেশন ও কো-অর্ডিনেশন এজেন্সিকে (টিকা) রাখাইন রাজ্যে অবস্থানরত রোহিঙ্গা মুসলিমদেরকে ১ হাজার টন সমপরিমাণ ত্রাণ দেয়ার অনুমতি দিয়েছে। প্রেসিডেন্ট এরদোগান মিয়ানমারের কার্যত নেত্রী অং সান সুচির সঙ্গে ফোনে কথা বলার পর এই অনুমোদন দেয় দেশটি।

কাভুসগলু জানিয়েছেন, মিয়ানমার সরকারের সহায়তায় হেলিকপ্টারে করে রাজ্যটিতে ত্রাণ পৌঁছানো হবে। তিনি বলেন, হেলিকপ্টারগুলো মাটিতে নামানো হবে। সেখান  থেকে ত্রাণ বিতরণ করা হবে।

তিনি আরো বলেন, আমরা ১ লাখ পরিবারের কাছে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করব। কাভুসগলুর ভাষ্যমতে, ত্রাণ বিতরণ ইতিমধ্যেই শুরু হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। কাভুসগলু যোগ করেন, শুধু এই একবারই নয়, ভবিষ্যতেও এরকম ত্রাণ বিতরণ অব্যাহত রাখতে চায় তুরস্ক।

উল্লেখ্য, তুরস্কের প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) প্রেসিডেন্টও এরদোগান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাডোলু।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে