নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে ‘জঙ্গি আস্তানায়’ ফের অভিযান শুরু করেছে র্যাব। বৃহস্পতিবার সকালে সাড়ে ৮টার দিকে বাহিনীটির বোমা নিষ্ক্রিয়কারী একটি দল জঙ্গি আস্তানার ভেতরে প্রবেশ করেন। র্যাব বলছে, ভবনের ভেতরে ও ছাদে কয়েকটি অবিস্ফোরিত বোমাসহ বিস্ফোরক দেখা গেছে। যেগুলো গত রাতে নিষ্ক্রিয় করা হয়নি। আজ সেগুলো নিষ্ক্রিয় করা হবে। তাছাড়া ভেতরে আর কোথায় কি রয়েছে তা দেখা হচ্ছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মেহেদি ঢাকাটাইমসকে বলেন, ধারণা করা হচ্ছে ভবনের ভেতরে ইম্প্রভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) অবিস্ফোরিত অবস্থায় আছে। এজন্য আজ সকাল আবারও অভিযান শুরু করা হয়েছে।
জঙ্গি আস্তানা সন্দেহে গত সোমবার রাত ১১টার দিকে মিরপুর মাজার রোডের বর্ধনবাড়ি এলাকার ‘কমল প্রভা’ নামের বাড়িটি ঘেরাও করে র্যাব। এরপর মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে বাড়িটিতে পরপর তিনটি বড় ধরনের বিস্ফোরণ হয়। বাড়ি থেকে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী বের হয়। বিস্ফোরণের পর র্যাবের কর্মকর্তারা বলেন, বাড়ির ভেতরে থাকা জঙ্গিরা নিজেরা বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয়েছেন।
বুধবার ভবনের ভেতর থেকে সাতজনের কঙ্কাল হয়ে যাওয়া দেহাবশেষ পাওয়া যায়। নিহতদের মধ্যে জঙ্গি আব্দুল্লাহ, তাঁর দুই স্ত্রী, দুই ছেলে এবং বাকি দুজন কর্মচারী বলে ধারণা করা হচ্ছে। আব্দুল্লাহ জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের আল-আনসার সদস্য ছিলেন।
৭ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর