নিউজ ডেস্ক : তীব্র খাবার সংকটে মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেয় রোহিঙ্গারা। খাবারের আশায় প্রধান সড়কে আশ্রয় নিয়েছে অন্তত এক লাখ রোহিঙ্গা।
কুতুপালং ও বালুখালী শরণার্থী শিবিরের মধ্যবর্তী পাহাড়, টিলা, বন-জঙ্গলে আশ্রয় নেয়া লক্ষাধিক রোহিঙ্গা খাবারের অভাবে দুর্বিষহ দিন যাপন করছে। কোনো খাবারের গাড়ি দেখলেই তারা ছুটে যাচ্ছেন।
ব্যক্তিগত উদ্যোগে কেউ কেউ খাদ্য সরবরাহ করলেও চাহিদার তুলনায় তা খুবই অপ্রতুল। এদিকে, নাফ নদী থেকে আজ শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত ১২ দিনে ৭৫ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হলো।
৭ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর