নিউজ ডেস্ক : সেফটি ট্র্যাঙ্কে তালা মারা মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র খুলে নিল কে- এমন প্রশ্ন সর্বমহলে। অথচ মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসের তথ্য শুনে আকাশ থেকে পড়েন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এবিএম আবদুল হান্নান।
আজ দুপুরে একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অধ্যাপক ডা. এবিএম আবদুল হান্নান বলেন, প্রশ্নপত্র তো সেফটি ট্র্যাঙ্কে তালা মারা। কিন্তু পরক্ষণে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা শুনে তাজ্জব বনে যান তিনি।
তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, এখনো তো কাউকে প্রশ্নপত্র দেয়া হয়নি। তবে খবরটি সত্যি কিনা এ বিষয়ে খোঁজ-খবর নেয়ার পরামর্শ দেন তিনি।
এর আগে স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার মো. শিফায়েতউল্ল্যাহ অন্তর্বাসে প্রশ্নপত্র পাচারকালে এক কর্মচারীকে হাতেনাতে ধরতে সক্ষম হয়েছিলেন।
আজ মেডিক্যালে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটকদের মধ্যে ডাক্তার সৌভনও রয়েছেন। প্রশ্নপত্র ফাঁস চক্রের মূলহোতা জসীম উদ্দীন। তিনি কীভাবে প্রশ্নপত্র পেলেন জিজ্ঞাসাবাদে থলের বিড়াল বেরিয়ে আসবে।
বুধবার মহাখালী ডিওএইচএস থেকে র্যাব তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র, উত্তরপত্র এবং ১ কোটি ২১ লাখ টাকার চেকও জব্দ করা হয়।
আটকের বিষয়টি র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ বিষয়ে বিকেলে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, আগামী ১৮ সেপ্টেম্বর মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৬ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম