শুক্রবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:৪৩:২৩

রোহিঙ্গা নির্যাতন বন্ধ না হলে রাখাইন রাজ্য দখলের ঘোষণা

রোহিঙ্গা নির্যাতন বন্ধ না হলে রাখাইন রাজ্য দখলের ঘোষণা

নিউজ ডেস্ক : মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন বন্ধ না করলে আরাকান (রাখাইন) রাজ্য দখলের ঘোষণা দিয়েছে বাংলাদেশের কয়েকটি ইসলামি দল। শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের সামনে জুমার নামাজ-পরবর্তী এক বিক্ষোভ সমাবেশ থেকে  দলের নেতারা এ ঘোষণা দেন।

রোহিঙ্গাদের ওপর অব্যাহত খুন-নির্যাতন বন্ধের দাবিতে এ বিক্ষোভের আয়োজন করা হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশসহ কয়েকটি ইসলামি দল অংশ নেয়। সমাবেশে বক্তারা আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের নেত্রী অং সান সুচির বিচারও দাবি করেন।

সমাবেশ থেকে তারা কয়েক দফা কর্মসূচি পেশ করেন। এর মধ্যে রয়েছে- ১১ সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশ, ১২ সেপ্টেম্বর রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ। এই সময়ের মধ্যে নির্যাতন বন্ধ না হলে ১৩ সেপ্টেম্বর মিয়ানমার দূতাবাস ঘেরাও করা হবে।

এজন্য বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সকাল ১০টায় যাত্রা শুরু হবে। কর্মসূচিতে বলা হয়, এতে যদি রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ না করা হয়, তাহলে নাফ নদী পার হয়ে মিয়ানমারের আরাকান (রাখাইন) ঘেরাও দিয়ে তা দখল করা হবে।

সমাবেশে বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, খেলাফত মজলিশের কেন্দ্রীয় মহাসচিব ডা. আহমেদ আব্দুল কাদের, সাংগাঠনিক সম্পাদক মাওলানা আহমেদ কাশেমী প্রমুখ।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে