নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত জুমার নামাজ-পরবর্তী এক বিক্ষোভ সমাবেশ থেকে নেতারা এ আহ্বান জানান।
রোহিঙ্গাদের ওপর অব্যাহত খুন-নির্যাতন বন্ধের দাবিতে এ বিক্ষোভের আয়োজন করা হয়।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক, আমরা সবসময় তার সঙ্গে আছি। সেই যুদ্ধে প্রয়োজনে আমরাও শরিক হবো।
সমাবেশে বক্তারা আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের নেত্রী অং সান সুচির বিচার দাবি করেন।
সমাবেশ থেকে তারা কয়েক দফা কর্মসূচি পেশ করেন। এর মধ্যে রয়েছে নির্যাতন বন্ধ না হলে ১৩ সেপ্টেম্বর মিয়ানমার দূতাবাস ঘেরাও। ওই দিন সকাল ১০টায় বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে যাত্রা শুরু হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম।
এ ছাড়াও একই স্থানে খেলাফত মজলিশসহ কয়েকটি ইসলামী দল বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
এতে খেলাফত মজলিশের কেন্দ্রীয় মহাসচিব ডা. আহমেদ আব্দুল কাদের, সাংগাঠনিক সম্পাদক মাওলানা আহমেদ কাশেমী প্রমুখ বক্তব্য দেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস