নিউজ ডেস্ক : রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর সহিংসতা বন্ধে মিয়ানমারের প্রতি আহ্বান জানালেও গণহত্যার বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিথার নয়ার্ট বলেন, মিয়ানমার সমস্যা নিয়ে আলোচনা চলছে। আগবাড়িয়ে কোনো পদক্ষেপ নিতে চায়না যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা গণহত্যা ঘিরে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ জানাবেনা ওয়াশিংটন। এছাড়া মিয়ানমারের রাষ্ট্রিয় সহায়তায় গণহত্যা চালানো হচ্ছে বলে যেসব খবর প্রকাশিত হচ্ছে তা বিশ্বাসযোগ্য বলে প্রমাণ পাননি মার্কিন কর্মকর্তরা।
একই সাথে রাখাইন রাজ্যে পরিস্থিতি পর্যবেক্ষণে মানবাধিকার ও গণমাধ্যম কর্মীদের প্রবেশের অনুমতি দেয়ার দাবি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।
এদিকে রাখাইন গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সংগঠনগুলোকে দ্রুত ব্যাবস্থা নেয়ার ডাক দিয়েছে আরব পার্লামেন্ট। পাশাপাশি অপরাধীদের বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছে আরব ইউনিয়ন। পাকিস্তানের মন্ত্রিসভায় একটি প্রস্তাবে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন বন্ধে আহ্বান জানান।
রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে ভারতের কোলকাতা সহ কয়েকটি রাজ্যে বিক্ষোভ হয়েছে। একই সাথে অস্ট্রেলিয়া, ফ্রান্স, তুরুস্ক, চেসনিয়া, মালয়েশিয়া ও মালদ্বীপে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।
ফ্রান্সে মিয়ানমারের দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে হাজার হাজার জনসাধারণ। এসময় একঘন্টা মিয়ানমারের দূতাবাস ঘেরাও করে রাখা হয়। তারা বলেন, মিয়ানমারে প্রশাসন রোহিঙ্গাদের হত্যা করে যে দাম্ভিকতা দেখাচ্ছে তা পৃথিবীর সবেচেয়ে বড় কাপুরুষতা। এ ঘটনায় শুধু মুসলিম হত্যা করা হচ্ছেনা, হত্যা করা হচ্ছে মানবতার।-নিউজ টোয়েন্টিফোর টিভি
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস