নিউজ ডেস্ক : মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সু চিকে রাক্ষসী-দানবী ও বর্বর আখ্যায়িত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেছেন, রাক্ষসী-দানবীরা যখন বিপদে পড়ে তখন চুপচাপ থাকে। কিন্তু যখন তাদের হাতে ক্ষমতা আসে তখন তারা নিজেদের রূপ বদলায়। আজ অং সান সু চির রূপ বদলাতে দেখছি, তিনি বর্বর।
রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ ও নির্যাতনের প্রতিবাদে এবং পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘শান্তির জন্য, গণতন্ত্রের জন্য যিনি নোবেল পুরস্কার পেলেন তার সরকারের নিরাপত্তাবাহিনী আজ কী নির্মম নৃশংসতা চালাচ্ছে। শিশুকে ফাঁসি দিচ্ছে। নারী-পুরুষ ও শিশুদের হাত কেটে, গলা কেটে উৎসব করছে। গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিচ্ছে। নিরীহ যুবকদের বাঁশের খাঁচার মধ্যে ঢুকিয়ে পুড়িয়ে দিচ্ছে। ক্ষুধার্ত, আহত, গুলিবিদ্ধ রোহিঙ্গারা আজ নাফ নদীর তীরে বাংলাদেশের দিকে তাকিয়ে বাঁচার আকুতি জানাচ্ছে।’
রিজভী বলেন, সু চি’র এমন কর্মকাণ্ড ও বক্তব্যে বিস্মিত হয়েছে খোদ তার জীবনী লেখক। তিনি বলেছেন, সুচির বক্তব্য আমাকে হতবাক করেছে। সু চি ক্ষমতার লোভে মিয়ানমার সেনাবাহিনীর পকেটে ঢুকে গেছেন।
এমটিনিউজ/এসএস