নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারমান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ মিয়ানমারের ১০ লাখ রোহিঙ্গা নাগরিকের সমস্যা সমাধানে বিশ্ববাসীকে বাংলাদেশের পাশে থাকার আহবান জানিয়েছেন।
আজ এক বিবৃতি তিনি এই আহবান জানিয়ে বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে বিশ্ব সম্প্রদায়কে মিয়ানমারের বিরুদ্ধে অবরোধ আরোপসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ নানাবিধ সমস্যায় জর্জরিত। বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়ে দেশ এখন খাদ্য সঙ্কটে রয়েছে। দশ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর চাপে বাংলাদেশ ভবিষ্যতে খাদ্য পরিস্থিতিতে আরো সঙ্কটে পড়বে। তাই, জাতিসঙ্ঘসহ গোটা বিশ্বকে বাংলাদেশের পাশে থাকার জন্য আহবান জানান তিনি।
এরশাদ আরো বলেন, মিয়ানমার সরকার তাদের সেনাবাহিনীকে দিয়ে রোহিঙ্গা মুসলিমদের উপর যে ধরণের অত্যাচার-নির্যাতন চালাচ্ছে-তা আদিম বর্বরতাকেও হার মানিয়েছে। কোনো দেশের সরকার তার নাগরিকদের উপর এমনভাবে হত্যা-নির্যাতন, নারী নির্যাতন, শিশু হত্যা, নারী হত্যা করতে পারে না।
তিনি বলেন, আধুনিক বিশ্বে কোনো সরকারই তার সাধারণ নাগরিকদের বাড়িঘর পুড়িয়ে দিতে পারে না। কোনো সভ্য দুনিয়ায় তা কল্পনাও করা যায় না। এই ঘটনার জন্য মিয়ানমার সরকারের প্রতি আমি তীব্র ঘৃণা, নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
তিনি মিয়ানমার সরকারকে অবিলম্বে রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত কার্যকলাপ বন্ধ করে- দেশ ত্যাগে বাধ্য হওয়া রোহিঙ্গা নাগরিকদের দেশে ফিরিয়ে নেয়া এবং তাদের ক্ষতিপূরণসহ পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। অন্যথায় বিশ্ব সম্প্রদায়কে মিয়ানমারের বিরুদ্ধে অবরোধ আরোপসহ কঠিন ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিতে হবে।
রোহিঙ্গা উদ্বাস্তু পরিস্থিতিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে আরো বলেন, স্বাধীনতাত্তোর বাংলাদেশে আমরা ইতিপূর্বে এ ধরণের বিরাট সমস্যার সম্মুখিন হইনি। দশ লক্ষাধিক রোহিঙ্গা নাগরিককে আমাদের মতো দেশে আশ্রয় দেয়া খুবই কঠিন। অপরদিকে মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তাদের আশ্রয় না দিয়েও পারি না। তাই আমি সরকারের প্রতি আহ্বান জানাবো- এই আর্তমানবতার পাশে আমাদের দাঁড়াতে হবে এবং তাদের আশ্রয় দিতে হবে, সেবা দিতে হবে, চিকিৎসা দিতে হবে।-বাসস
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস