শনিবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৭, ১০:৪৪:৪৩

রোহিঙ্গাদের নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে: ওবায়দুল কাদের

রোহিঙ্গাদের নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে: ওবায়দুল কাদের

নোয়াখালী (দক্ষিণ) প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গাদের নিয়ে কক্সবাজার, টেকনাফ ও উখিয়া অঞ্চলে দেশি-বিদেশি কিছু ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। যার সাথে আমাদের দেশের একটি দল এবং তার দোসররা সক্রিয়ভাবে কাজ করছে। এই অপতৎপরতা বন্ধ করুন। বিএনপি আজ নোংরা খেলায় মেতে উঠেছে, তারা মিয়ানমার বা অত্যাচারীর বিরুদ্ধ কথা বলে না। কথা বলে সরকারের বিরুদ্ধে।

শনিবার মন্ত্রী তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাটে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, সারা দুনিয়া যেখানে শেখ হাছিনার প্রশংসা করছে সেখানে বিএনপি নিন্দা করছে। বিএনপি কি চায়? আওয়ামী লীগের সাফল্য বিএনপির সহ্য হয় না। তারা শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ চায়। এ খায়েশ তাদের কখনো পূর্ণ হবে না। তারা দেশকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে। মন্ত্রী বিএনপিকে দেশ ও গণতন্ত্র নিয়ে চিন্তা করার আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের সাথে ইায়াবা, অবৈধ অস্ত্র ও জঙ্গির স্রোতও আসতে পারে। সে দিকে সবাইকে নজর রাখতে হবে। তাই বলে আমরা এই মানুষগুলোকে নদীতে ঠেলে দিতে পারি না। আমরা মানবিক বিবেচনায় অসহায় ও নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়েছি। সরকারের একটি টিম ২৪ ঘণ্টা কাজ করছে। তাদের দেখাশুনার জন্য আওয়ামী লীগ থেকে একটি দল পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গাদের স্রোত আমরা মোকাবেলা করতে পারবো। জাতিসংঘ ও সারা বিশ্ব এ সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেছেন।
এমটিনিউজ২৪ডটকম/এপি/প্রতিনিধি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে