নিউজ ডেস্ক: মিয়ানমারে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে প্রবেশ করা চার রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি হয়েছেন। আহতরা হলেন, বুচিদংয়ের তমবাজার এলাকার সিরাজ উদ্দিনের মেয়ে সিরাজুন্নেসা একই এলাকার আবদুল হাকিমের ছেলে মো. শাকের (২৭) ও বুচিদংয়ের সাংগানা এলাকার মো. তোহার ছেলে মো. আব্দুল্লাহ (২০) ও মংডুর হাবারবিল এলাকার আবদুর রহিমের ছেলে হোসেন আলী (৪৫)। আজ শনিবার রাত ৮ টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।
আহতদের মধ্যে শাকেরের বুকের বাম পাশে ও হাতে, আবদুল্লাহর ডান পায়ের হাঁটুর নিচে, সিরাজুন্নেসার দুই পায়ে এবং হোসেনের বাম পায়ের হাঁটুর উপরে গুলিবিদ্ধ হয়েছে। আহত অবস্থায় প্রথমে তাদের টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস