নরসিংদী প্রতিনিধি:পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালে যেভাবে বাঙালিদের ওপর গণহত্যা চালিয়েছে ঠিক একইভাবে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
নরসিংদীর পলাশ উপজেলায় রোববার দুপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী ও তার দোসররা যেমন বাঙালিদের ওপর নির্মম নির্যাতন, গণহত্যা ও ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছিল ঠিক তেমনি একটি ঘটনা আজ মিয়ানমারে সৃষ্টি করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের গণহত্যা বন্ধে সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে কিছুটা সাড়াও পাওয়া গেছে। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে আমির হোসেন আমু বলেন, লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে কথা বলেন।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি