রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১০:৫৩:২৬

রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিতে এবার উখিয়া যাচ্ছেন এরশাদ

রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিতে এবার উখিয়া যাচ্ছেন এরশাদ

নিউজ ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি দেখতে এবং তাদের মধ্যে ত্রাণ বিতরণ করতে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ আগামী বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া যাচ্ছেন।

ওইদিন সকালে তিনি বিমানযোগে কক্সবাজার যাবেন।পরদিন শুক্রবার ঢাকায় ফিরবেন।

জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়সল চিশতি ও সোলায়মান আলম শেঠ প্রমুখ নেতা এরশাদের সাথে উখিয়া যাওয়ার কথা রয়েছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে