রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১১:১১:৩৯

৭ লাখ ছাড়িয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ

৭ লাখ ছাড়িয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ

নিউজ ডেস্ক : বর্তমানে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে গেল ১৫ দিনেই বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গার সংখ্যা অন্তত তিন লাখ।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুকে এ তথ্য প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শেখ হাসিনার সরকার নতুন আসা রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবার যথাসাধ্য চেষ্টা করছে।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে এ ব্যাপারে লিখেছেন, ‘মায়ানমার থেকে আসা মানুষের সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে। যার মধ্যে গত ১৫ দিনে এসেছে তিন লাখ। শেখ হাসিনার সরকার নতুনদের মানবিক সহায়তা দেবার যথাসাধ্য চেষ্টা করছে।’

প্রতিমন্ত্রী আরো উল্লেখ করেন, তাদের (রোহিঙ্গা) মায়ানমারে ফিরিয়ে নিয়ে যাবার জন্য অনেকদিন ধরেই কাজ করছে কিন্তু মায়ানমারের কারণে অগ্রগতি হয়নি। তবে প্রচেষ্টা অব্যাহত আছে এবং তা আরও জোরদার করা হয়েছে।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে