নিউজ ডেস্ক: শরীয়তপুরে পদ্মার ভাঙ্গনে নোঙ্গন করা তিনটি লঞ্চ ডুবে গেছে। আজ ভোরে অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার নোঙ্গর করা তিনটি লঞ্চ ডুবে যায়। এই ঘটনায় লঞ্চে থাকা ২৫ জন কর্মী নিখোজ হয়েছে।
জানা যায়, হঠাৎ করে ভাঙন ও স্রোতের টানে ঘাট থেকে পল্টুন বিচ্ছিন্ন হয়ে যায়। তখন তিনটি লঞ্চ স্রোতে ভেসে গিয়ে নদীতে তলিয়ে যায়। এই তিনটি লঞ্চে প্রায় ২৫ জন কর্মী ছিলেন।
তাঁরা বেঁচে আছেন না লঞ্চে আটকা পড়েছেন সেই তথ্য এখনো পাওয়া যায়নি। এই ঘটনায় তাদের উদ্ধার করার জন্য নৌবাহিনীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
১১ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর