নিউজ ডেস্ক: রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা সরেজমিনে দেখার জন্য কক্সবাজার নেওয়া হচ্ছে বাংলাদেশে অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতদের। আগামী বুধবার (১৩ সেপ্টেম্বর) তাদেরকে কক্সবাজার নিয়ে যাওয়া হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
জানা যায়, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) তিনদিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার অফিসের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার জর্জ অকোথ-উবু । তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন।
এর আগে গত বৃহস্পতিবার তুরস্কের ফার্ষ্ট লেডি এমিন এরদোয়ান ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভোসুগলু কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
১১ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর