নিউজ ডেস্ক : রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বলিষ্ঠ ভূমিকা’ দেখতে চান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। রোহিঙ্গা সংকট সমাধানে যদি প্রধানমন্ত্রী জাতিসংঘে সফল হতে পারেন তাহলে সাধুবাদ জানানোর কথাও বলেছেন তিনি।
শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। মান্না বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, উনি কী নিয়ে যাচ্ছেন? আপনি চীনের দৃষ্টিভঙ্গি ও রাশিয়ার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারবেন? ’
তিনি বলেন, আমাদের দেশের ১৭ কোটি মানুষ এই একটা প্রশ্নে আপনাকে সমর্থন করবে। আমরা দেখতে চাই, আপনি কত শক্তিশালী, কত ক্ষমতাশালী। সংসদে গিয়ে নয়, জাতিসংঘে গিয়ে তার প্রমাণ দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে মান্না বলেন, রোহিঙ্গাদের ফিরে যেতে মিয়ানমারকে বাধ্য করতে আপনাকে চাপ তৈরি করতে হবে। এজন্য আপনাকে আন্তর্জাতিক সমর্থন আদায় করতে হবে বিশেষ করে রাশিয়া, চীন ও ভারতের। নাগরিক ঐক্যের এই আহ্বায়ক বলেন, সরকারকে বলি, কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করুন।
তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে আশা করছি, আপনি যদি করতে পারেন এই প্রেস ক্লাবের সামনে আমি, সুব্রত চৌধুরী, সুকোমল বড়ুয়া আবার মানববন্ধন করে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ দেব। কিন্তু কিছুই করবেন না, দেশে ফিরে গলাবাজি করবেন, ওই গলাবাজি বন্ধ হয়ে যাবে।
সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, নাগরিক ফোরামের চেয়ারম্যান আবদুল্লাহহিল মাসুদ, গণসংস্কৃতির সভাপতি এস আল মামুন, খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার পরিচালক মুফতি নাজমুল হাসান প্রমুখ বক্তব্য দেন।
এমটিনিউজ/এসএস