নিউজ ডেস্ক : ভারতের জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে আগামী মাসে ভারত সফরে যাচ্ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তবে এখন পর্যন্ত সফরের তারিখ চূড়ান্ত হয়নি। প্রতিনিধি দলে কেন্দ্রীয় কমিটির আরো কয়েকজন নেতা থাকবেন।
দলীয় সূত্র জানিয়েছে, অক্টোবরের শেষের দিকে এ সফরটি হবে বলে সম্ভাব্য সময় ধরা হয়েছে। ভারতের ক্ষমতাসীন দলের সঙ্গে ধারাবাহিক সফর বিনিময়ের অংশ হিসেবে বিজেপির পক্ষ থেকে এই আমন্ত্রণ জানানো হয়েছে। সফরকালে দুই দলের নেতাদের মধ্যে পারস্পরিক বিষয়াদি নিয়ে আলোচনা হবে।
গতকাল রাতে দলের কেন্দ্রীয় কমিটির একজন নেতা জানিয়েছেন, এখনো প্রতিনিধি দলে কারা থাকছেন তা ঠিক হয়নি। তবে সাধারণ সম্পাদক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এদিকে দলের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। সফরকালে দলটি রোহিঙ্গা ইস্যুতে চীনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৈঠকে দলের প্রেসিডিয়াম সদস্য লে.কর্নেল (অব:) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এমটিনিউজ/এসএস