রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ১০:৩০:১৩

দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল!

দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল!

নিউজ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের ৬৪ জেলায় ৩০ হাজার ১৩০ পূজামণ্ডপে বিতরণের জন্য ১৫ হাজার ৬৫ মেট্রিক টন জিআর (গ্র্যান্ট রিলিফ) চাল বরাদ্দ দিয়েছে সরকার। ফলে প্রতিটি মণ্ডপ পাবে ৫০০ কেজি করে চাল।

রোববার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে চালের বরাদ্দপত্র জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দপত্রে বলা হয়েছে, সরকার শারদীয় দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে ৬৪ জেলার ৩০ হাজার ১৩০টি পূজামণ্ডপে ভক্তদের আহার্য বাবদ বিতরণের জন্য ১৫ হাজার ৬৫ টন চাল জেলা প্রশাসক বরাবর বরাদ্দ দেয়া হলো।

এতে আরও বলা হয়, জেলা প্রশাসক তার জেলাধীন পূজামণ্ডপের সংখ্যা, আকার, ব্যাপকতা, আর্থিক সামর্থ্য  সচ্ছলতা দারিদ্র্যতা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াবলি বিবেচনা করে উপজেলাওয়ারী জিআর চাল দেবেন।

মণ্ডপ সংখ্যা কম হলে অতিরিক্ত চাল মজুদ রেখে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরকে অবহিত করতে হবে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হবে ২৬ সেপ্টেম্বর। প্রতিমা বিসর্জন ৩০ সেপ্টেম্বর।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে