সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১০:২২:১২

রোহিঙ্গাদের পাশে বাংলাদেশ, কমনওয়েলথের প্রশংসা

রোহিঙ্গাদের পাশে বাংলাদেশ, কমনওয়েলথের প্রশংসা

নিউজ ডেস্ক : মিয়ানমার সংখ্যাগুরু বৌদ্ধ ও সরকারী বাহিনীর তাণ্ডবে জ্বলছে রাখাইন রাজ্য। মেরে ফেলছে হাজার হাজার রোহিঙ্গাকে। প্রাণের ভয়ে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।

শনিবার কমনওয়েলথের নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বাংলাদেশ সরকারের এই প্রশংসা করেন।

কমনওয়েলথের মহাসচিব বলেন, ‘এটি একটা বড় ধরণের মানবিক বিপর্যয়, যারা মিয়ানমার থেকে পালিয়ে আসছে তাদের বেশির ভাগ নারী ও শিশু। যাদের নিজেদের বাড়িঘর ছেড়ে পালানো ছাড়া কোন উপায় ছিল না, বাংলাদেশ তাদের জন্য সীমান্ত খুলে দেয়ায় আমি আনন্দিত।’

তিনি বলেন, ‘জরুরি ভিত্তিতে খাবার, আশ্রয় ও পোশাকসহ মৌলিক চাহিদাগুলো পূরণের মাধ্যমে বাংলাদেশ সরকার ও জনগণ কমনওয়েলথের সুনাম অক্ষুণ্ণ রাখছে। লাখ লাখ শরণার্থীর এই সংকটপূর্ণ মুহূর্তে এই সহায়তাগুলো অত্যন্ত প্রয়োজন। শরণার্থীদের মানবিক সহায়তা করা কমনওয়েলথ চুক্তির শর্তাবলীর সঙ্গে সঙ্গতিপূর্ণ।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে