নিউজ ডেস্ক : মিয়ানমার দূতাবাস ঘেরাও করতে সোমবার সকাল থেকেই বায়তুল মোকারমের সামনে রাস্তা অবরোধ করে জড়ো হচ্ছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। রাস্তার অস্থায়ী মঞ্চ করে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে তারা।
এর আগে ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মলেনে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরী মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিলেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘মিয়ানমারের আরাকান রাজ্যে মুসলমানদের ওপর বর্বরোচিত নির্যাতন ও অব্যাহত গণহত্যার প্রতিবাদে আজ মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করা হবে।’
এমটিনিউজ২৪/এম.জে