ঢাকা: পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। শুক্রবার পর্যন্ত মোট ১২০টি হজ ফ্লাইটে ৪৪ হাজার ৭৭৪ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।
ধর্ম মন্ত্রণালয় থেকে প্রকাশিত হজ বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।
হাজিদের ফিরতি হজ ফ্লাইট গত ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৮টি এসব হাজিদের বহন করেছে। এছাড়াও সৌদি এয়ারলাইন্সের ৬২টি ফিরতি হজ ফ্লাইটে ক্রে দশে ফিরছেন হাজিরা।
চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১২০ জন বাংলাদেশি মারা গেছেন। যাদের মধ্যে ৯৫ জন পুরুষ ও ২৫ জন নারী। মক্কায় মারা গেছেন ৯২ জন, মদিনায় ১১ জন, জেদ্দায় ১ জন ও মিনায় ১৬ জন।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস